প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।
মৃত্যুর দুইদিন আগে ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে ইন্সটাগ্রামে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন নাভালনি। সেই স্ট্যাটাসটি এখন ভাইরাল হয়েছে। এটিই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা শেষ পোস্ট।
ভ্যালেন্টাইন'স ডেতে ইন্সটাগ্রাম পোস্টে স্ত্রী ইউলিয়া নাভানলির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ‘আমরা আলাদা আলাদা শহরে, হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি। এখানে বিমানের উঠা-নামার মৃদু আলো, নীলচে তুষারঝড় রয়েছে। সবকিছুই যেন তোমার সঙ্গে একটি গানের মতো মনে হচ্ছে, প্রিয়তমা।’
নাভালনি আরো বলেন, ‘আমি প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।’ অ্যালেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দী রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে, তা খুঁজে বের করবেন চিকিৎসকেরা। নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী।