বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বকশীগঞ্জ পৌর নির্বাচনে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
জামালপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন

আগামী ৯ মার্চ দ্বিতীয় বারের মতো জামালপুরের বকশীগঞ্জ   পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।

গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল পর্যন্ত উৎসবমুখোর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৪৩ জন প্রার্থী সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

এর মধ্যে মেয়র পদে চারজন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ২৮ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মেয়র পদে বকশীগঞ্জ উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা  বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর, মনোনয়ন জমা দিয়েছেন।  

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর  জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ  শানিয়াজামান তালুকদার ।

তিনি জেপিনিউজকে বলেন, আগামী  মাসের ৯ মার্চ  অনুষ্ঠিত হতে যাওয়া বকশীগঞ্জ  পৌরসভা নির্বাচনে সব ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিটি ভোট কেন্দ্রে  আইনশৃঙ্খলা বাহিনী  কঠোর ভাবে কাজ করে ।
 
জানা গেছে, বকশীগঞ্জ  পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটারের ১৮ হাজার ৯ জন এবং পুরুষ ভোটারের রয়েছে ১৭ হাজার ৫শত জন।  

এদিকে, মনোনয়পত্র যাচাই-বাছাই হবে চলতি মাসে ১৫ তারিখে । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী । আগামী  ৯ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ১২টি কেন্দ্রের ১০৯ টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হবে। নির্বাচনে নয়টি কেন্দ্রে  ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট,  বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft