প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
আগামী ৯ মার্চ দ্বিতীয় বারের মতো জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।
গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল পর্যন্ত উৎসবমুখোর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৪৩ জন প্রার্থী সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে মেয়র পদে চারজন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ২৮ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর, মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজামান তালুকদার ।
তিনি জেপিনিউজকে বলেন, আগামী মাসের ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে সব ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে কাজ করে ।
জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটারের ১৮ হাজার ৯ জন এবং পুরুষ ভোটারের রয়েছে ১৭ হাজার ৫শত জন।
এদিকে, মনোনয়পত্র যাচাই-বাছাই হবে চলতি মাসে ১৫ তারিখে । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী । আগামী ৯ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ১২টি কেন্দ্রের ১০৯ টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হবে। নির্বাচনে নয়টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে।