প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন
গতকাল রোববার রাত ১১ টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর নামক একটি ট্রেন টঙ্গীর মধুমিতা এলাকায় পৌছালে সিটি কর্পোরেশনের একটি ড্রাম ট্রাকের সাথে চলন্ত ট্রেনটির সংর্ঘষ হয়।
ড্রাম ট্রাকটি উল্টে এক অটোচালকের হাত বিচ্ছিন্ন ও মাথা থেতলে যাওয়ার পর ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়েছে। ড্রাম চালক খোরশেদ পলাতক রয়েছে। প্রায় দেড়ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১১ টা ১০ মিনিটে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি টঙ্গীর মধুমিতাস্থ বেলতলা মসজিদের ওখানে পৌছালে সেখানে দাড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকটি উল্টে অটোরিকশার উপরে পড়লে অটোটি দুমড়ে মুচড়ে যায়।
এতে করে ময়মনসিংহ জেলার গফরগাও থানার ধলা এলাকার বাসিন্দা এবং টঙ্গীর মধুমিতাস্থ রহমান কমিশনারে বাড়ির ভাড়াটিয়া দুদু মিয়ার তৃতীয় ছেলে দরিদ্র অটো চালক নবীন হোসেন এর মাথা থেতলে যায় এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল থেকে রাত সাড়ে ১২ টায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে
তার মৃত্যু হয়।
এঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হলে প্রায় দেড়ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর রাত ১২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।