সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
 

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৫    বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ    সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার    ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর হচ্ছে ডিএমপি, বাড়ছে মামলা-জরিমানা    সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার    জনগনের মতামতে সংস্কার হবে পুলিশ আইন    ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক   
নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামের দশম শ্রেনীর দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা অপর ছাত্র রহমাত শেখ গুরতর আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সারে ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে। নিহতরা স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। কিন্তু সকাল সোয়া ৯টার দিক ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ এ ৩ সহপাঠী একটি মোটর সাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলো। 

এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে স্বাধীন ও রহমতের সেখানেই মৃত্যু হয়। আর গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। 

স্থানীয়রা জানান, ওই ৩ ছাত্র একটি মোটর সাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটর সাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। এছাড়া আহত তানজিম শেখ ওই একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ওই ছাত্ররা একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তারা নিহত হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft