মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পাইপে আটকা ছাত্র উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পাইপে আটকে যাওয়া জহিরুল ইসলাম নামে ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার খৈয়রাসার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার সাততলা ভবনের ছয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র জহিরুল ইসলাম দুপুরে পালিয়ে যাওয়ার জন্য সাততলা থেকে নামতে শুরু করে। সে ছয়তলা পর্যন্ত এসে আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে নামিয়ে আনেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার ফাইটার মো. আলমগীর হোসাইন তাকে নিয়ে নীচে নেমে আসেন। জহিরুলের বাড়ি জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে।