প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
মিয়ানমারে ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে জান্তা সরকার। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে গণতন্ত্রকামী ও সশস্ত্র বিদ্রোহীরা।
গত তিনদিনে অন্তত ৬২ সেনার মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের নাগরিকদের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
খবরে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও) সারাদেশে শাসকদের লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে। এতে গত তিন দিনে আরও ঘাঁটি এবং ৬২ সেনা হারিয়েছে জান্তা সরকার।
এই ঘটনাগুলো সাগাইং, ম্যাগওয়ে এবং মান্দালয় অঞ্চল, কাচিন এবং কারেন রাজ্যে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিডিএফ এবং ইআও’র গণমাধ্যম শাখার সঙ্গে যোগাযোগ করে এই তথ্য মিলেছে বলে জানিয়েছে ইরাবতী। সংবাদমাধ্যমটি জানিয়েছে- এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকারও।