মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ
কমলগঞ্জ (শ্রীমঙ্গল) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৯ অপরাহ্ন

স্বেচ্ছায় করবো রক্তদান, সেই রক্তে বাঁচবে অন্যের প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার রাত আটটায় শ্রীমঙ্গল পানসী পার্টি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থার মহাসচিব অর্জুন ঘোষ এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এর সভাপতি ডা. হরিপদ রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শের আলী হেলাল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক, হাজী মো: ইউনুছ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনি।

পরিচিতি সভা শেষে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের গলায় কার্ড পরিয়ে দেন অতিথিরা।

স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রনি, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন, সুদীপ দাস রিংকু, মো: রাহেল চৌধুরী, মহাসচিব অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব ঝলক দত্ত, উত্তম রায়, আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার, মো: কামাল উদ্দিন, মো: রবি উদ্দিন, মো: আলমগীর হোসেন সরদার, অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম কামাল, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, প্রচার সম্পাদক আল আমিন মিয়া, প্রকাশনা সম্পাদক মো: কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো: আহমেদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: চুনু মিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft