প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৯ অপরাহ্ন
স্বেচ্ছায় করবো রক্তদান, সেই রক্তে বাঁচবে অন্যের প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার রাত আটটায় শ্রীমঙ্গল পানসী পার্টি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থার মহাসচিব অর্জুন ঘোষ এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এর সভাপতি ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শের আলী হেলাল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক, হাজী মো: ইউনুছ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনি।
পরিচিতি সভা শেষে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের গলায় কার্ড পরিয়ে দেন অতিথিরা।
স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রনি, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন, সুদীপ দাস রিংকু, মো: রাহেল চৌধুরী, মহাসচিব অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব ঝলক দত্ত, উত্তম রায়, আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার, মো: কামাল উদ্দিন, মো: রবি উদ্দিন, মো: আলমগীর হোসেন সরদার, অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম কামাল, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, প্রচার সম্পাদক আল আমিন মিয়া, প্রকাশনা সম্পাদক মো: কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো: আহমেদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: চুনু মিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম।