মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ   
আফ্রিকা নেশনস কাপের সেমিতে নাইজেরিয়া
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১১ অপরাহ্ন

চলতি আসরে শিরোপা জেতার দৌড়ে ফেবারিট নাইজেরিয়া। কারণ, এই আসরে যাদের ফেবারিট মনে করা হয়েছিল, মরক্কো-মিশর-সেনেগালের মতো সেসব দল এরইমধ্যে আসর থেকে ছিটকে গেছে।

আফ্রিকা নেশনস কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলোকে ১-০ গোলে হারিয়ে চলতি আসরের প্রথম দল সেমিফাইনালে উঠে গেছে নাইজেরিয়া। মোট ১৫ বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৩ বারই শেষ চারের টিকেট হাতে পেলো নাইজেরিয়া।

গতকাল শুক্রবার রাত আইভরি কোস্টের আবিদজানে ম্যাচের ৪১ মিনিটে নাইজেরিয়ার হয়ে গোল করেন অ্যাডিমোলা লুকম্যান। বল দখলে এগিয়ে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখে নাইজেরিয়া।

যদিও কয়েকবার আক্রমণ করেও সফল হতে পারেনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টের শেষ আটের গন্ডি পার হতে না পারা অ্যাঙ্গোলা। ম্যাচের ৫৯ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে তারা। নাইজেরিয়া রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল পাস করে শেষ পর্যন্ত গোল করতে পারেননি অ্যাঙ্গোলার ফরোয়ার্ড জিনি। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ১-০ ব্যবধানেই।

দিনের অন্য ম্যাচে গানাকে ৩-১ গোলে হারিয়ে নাইজেরিয়ার সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠে গেছে কঙ্গো প্রজাতন্ত্র। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ার পর তিনবার গানার জালে বল জমা করে কঙ্গো। গোল করেন চ্যানচেল এমবেম্বা (২৭ মিনিটে), ইয়ানি ওসা (৬৫ মিনিটে, পেনাল্টিতে), আর্থার মাসুয়াকা (৮২ মিনিটে)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft