বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
শরীরের ভারসাম্য হারিয়ে গেলে করণীয় কি ?
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

কখনো কখনো ভারসাম্য হারানোর সমস্যা হলে আপনার মনে হতে পারে আপনি ঘুরছেন কিংবা আপনারা চারপাশটা ঘুরছে। দৃষ্টি ঘোলাটে হওয়া ছাড়াও টালমাটাল হয়ে ঝুকে পড়ার সম্ভাবনা থাকতে পারে।
 
ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় এসব অঙ্গপ্রত্যঙ্গের নানান রোগে যেমন ভারসাম্য হারানোর সমস্যা দেখা যায়, তেমনি কোনো আঘাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও এমন সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের মানসিক সমস্যা থাকলেও কারও কারও মাথা ঘোরায়। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও মাথা ঘুরতে পারে।

ঠিকঠাক ভারসাম্য বজায় রাখার জন্য দেহের পেশি, হাড়, গ্রন্থি, চোখ, অন্তঃকর্ণ, স্নায়ু, রক্তনালি, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড ঠিকঠাক থাকা আবশ্যক। এসবের যেকোনো একটিতে সমস্যা হলেই ভারসাম্য হারাতে পারেন। তবে অন্তঃকর্ণের সমস্যার কারণে ভারসাম্য হারানোর সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে।

ভারসাম্যের সমস্যার কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। চিকিৎসক আপনার শারীরিক পরীক্ষার পর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে দেবেন। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে রোগনির্ণয়। সে অনুযায়ী চিকিৎসা। কোনো ওষুধের কারণে সমস্যা হলে চিকিৎসক সেই ওষুধটি বদলে দেবেন।

ভারসাম্য হারানোর কারণ যেটিই হোক, চিকিৎসা নিতে দেরি করবেন না। প্রাথমিক অবস্থায় আপনি হয়তো নিজেকে সামলে নিতে পারছেন। কিন্তু সব সময় সেটা না-ও পারতে পারে। পরবর্তী কোনো সময়ে আপনি ভারসাম্য হারিয়ে পড়েও যেতে পারেন। তাতে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। বয়স্ক ব্যক্তির মধ্যে ভারসাম্যের সমস্যা দেখা দিলে কখনোই অবহেলা করবেন না। পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি তাঁদের ক্ষেত্রে সবচেয়ে বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft