প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন
বাগেরহাটে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের সদর বাজারের মেইন রোডে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
নাগের বাজার এলাকার সুমন বেকারি ৫০ হাজার টাকা, বাপ্পি স্টোরকে ১ হাজার ও শৈলেন্দ্রনাথ স্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমাসহ পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরিসহ নানা অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।