বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
প্রেসিডেন্ট নির্বাচনে একধাপ এগিয়ে ট্রাম্প
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নিজেকে একধাপ এগিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত  ভোট গণনা চলে। তবে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান নিকি হ্যালির সঙ্গে তার যে ব্যবধান তাতে পরিষ্কারভাবে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। 

এদিকে নিকি হ্যালি অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে লড়াই চালিয়ে যাবেন তিনি।

ভোটের পর ৫২ বছর বয়সী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হতে নির্বাচনের দৌড় এখনও শেষ হয়ে যায়নি। তিনি তার সমর্থকদের বলেন, ‘ডেমোক্রেটরা জানে ট্রাম্পই হলেন একমাত্র ব্যক্তি, যাকে জো বাইডেন সহজেই হারাতে পারবেন।’

দুইবার অভিসংশনের মুখে পড়া এবং চলতে থাকা চারটি ফৌজদারি মামলার অভিযোগ নিয়ে ন্যাশনাল রিপাবলিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই সম্ভাব্য প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন।

নিকি হ্যালি ৭৭ বছর বয়সী ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচন শুধু বিশৃঙ্খলাই নিয়ে আসবে। তবে নিউ হ্যাম্পশায়ার নির্বাচনের ফলাফল ভিন্ন কথাই বলছে। ইতোমধ্যে রিপাবলিকান রানওয়ে লিডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ট্রাম্প। তাই নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনায় অবশ্যই নিকি হ্যালিকে জয়ী হতে হবে প্রেসিডেন্সিয়াল দৌড়ে টিকে থাকতে হলে।

গত সপ্তাহে আইওয়া রাজ্যে বিজয়ের পর এগিয়ে যান ট্রাম্প। তবে ফ্লোরিডার সাবেক গভর্নর রন ডিস্যান্টিস প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় এখন নিকি হ্যালি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের প্রতিযোগিতা টিকে রইল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft