প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন
আফগানিস্তানে যাত্রিবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তর আফগানিস্তানের বাদাখশানে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার চাটার্ড অ্যাম্বুলেন্স বিমানটিতে ৬ জন যাত্রী ছিলেন।
রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ছয় জন যাত্রী নিয়ে একটি রাশিয়ান-নিবন্ধিত বিমান আগের রাতে আফগানিস্তানের রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে গেছে। স্থানীয় আফগান পুলিশ বলেছে যে তারা দুর্ঘটনার খবর পেয়েছে।
রাশিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে, বিমানটি একটি চার্টার অ্যাম্বুলেন্স ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর উদ্দেশ্যে যাচ্ছিল।
আফগানিস্তানের প্রাদেশিক পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের উত্তরে বাদাখশানের একটি দুর্গম, পার্বত্য অঞ্চলে রাতে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, বিমানের ধরন, বিধ্বস্তের কারণ বা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।