প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন
বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করল সমমনা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটি আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে।
রোববার (২১ জানুয়ারি) কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্নেল অলি আহমদ বলেন, এ দেশ আমাদের সবার, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন।
এর আগে আজ একদফা দাবিতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।