প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে পুজা উদযাপন পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সামনে হওয়া এ মানববন্ধন থেকে নির্বাচনের পরে হওয়া সহিংসতায় জড়িতদের বিচারও দাবি করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সুনীল কুমার দেব। সদস্য সবি সঞ্জিব সাহা বাপ্পীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মনোরঞ্জন দেবনাথ, তপন চৌধুরী, সুভাস দেবনাথ, নীতিশ রঞ্জন রায়, সাধন চৌধুরী, খোকন কান্তি, তপন দেব, রিপন বনিক প্রমুখ।
সঞ্জীব সাহা বাপ্পী জানান, নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর হামলার টার্গেট করা হয়েছে। দেশের বিভিন্নস্থানেই এসব ঘটনা ঘটছে। মানববন্ধন থেকে এসব হামলা বন্ধ ও যেসব স্থানে হামলা হয়েছে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় বলে তিনি জানান।