বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
প্রচণ্ড শীতে অচলাবস্থা দিনাজপুরের জনসাধারণের
দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

প্রচণ্ড শীত সূর্যের দেখা নেই প্রায় ৫ দিন ধরে। নাকাল প্রাণিকুল। কর্মহীন নিম্ন আয়ে মানুষ মধ্যবিত্তরা দিশেহারা, চাল, ডাল, সবজি, মাছ, মাংসস নিত্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে দিনাজপুরে। দৈনিক যা আয় হয়, তার চাইতে ২ গুণ অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে। 

অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তরা। 

রাজমিস্ত্রি স্বপন, মোছা. জমিলা, বইজু ও মোহাম্মদ আলী জানান, দিনাজপুর ষষ্টিতলা মোড়ে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ঢালাই মিস্ত্রি, মোজাইক মিস্ত্রি, পানি মিস্ত্রি, ইট-খোয়া ভাঙ্গা শ্রমিকেরা এই ষষ্টিতলা মোড়ে হাজার খানিক খেটে খাওয়া মানুষ প্রতিদিন এখানে আসে শ্রম বিক্রির জন্য। 

আজ প্রায় ১ সপ্তাহ ধরে দুই- তৃতিয়াংশ লোকেরাই কাজ করতে পারেননি। শ্রমের হাট মন্দা চলছে ক্রেতা নেই। খুব করুন অবস্থার মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। নাতনির জন্য ১ জোড়া মোজা নিবো তারও শক্তি নেই ধার কর্জ করেই চলছি আমরা। অপরদিকে মধ্যবিত্তরা রয়েছেন কোনঠাসায় কারো নিকট চাইতেও পাড়ছেন না, কারো নিকট বলতেও পাড়ছেন না। অনেকেই দিতে পারছেন না বাড়ি ভাড়া। 

মধ্যবিত্ত পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, বাড়ি ভাড়া-দোকান ভাড়া দিতে পারি নাই। প্রচণ্ড শীতে হিমেল হাওয়ায় বাড়ি থেকে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাহির হচ্ছে না, ব্যবসা মন্দা চলছে আগের চাইতে আয় কমেছে, সংসারে সামাল দেওয়াটাই এখন মুশকিল হয়ে পড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft