বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
শপথ নিলেন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরপর প্রথম ধাপে ২৫ জন মন্ত্রী এবং দ্বিতীয় ধাপে ১১ জন প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করান। 

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। এর পরপরই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকেই নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করা শুরু করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় তাদের কেউ কেউ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

পরে সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এরপর শপথ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

মন্ত্রীরা যেসব মন্ত্রণালয় পেয়েছেন: 

আ ক ম মোজাম্মেল হক—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

ওবায়দুল কাদের—সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন—শিল্প মন্ত্রণালয়

আসাদুজ্জামান খান—স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডা. দীপু মনি—সমাজকল্যাণ মন্ত্রণালয়

মো. তাজুল ইসলাম—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

মুহাম্মদ ফারুক খান—বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়

আবুল হাসান মাহমুদ আলী—অর্থ মন্ত্রণালয়

আনিসুল হক—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

মো. হাছান মাহমুদ—পররাষ্ট্র মন্ত্রণালয়

মো. আব্দুস শহীদ—কৃষি মন্ত্রণালয়

সাধন চন্দ্র মজুমদার—খাদ্য মন্ত্রণালয়

র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

মো. আব্দুর রহমান—মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়

মহিবুল হাসান চৌধুরী নওফেল—শিক্ষা মন্ত্রণালয়

ফরহাদ হোসেন—জনপ্রশাসন মন্ত্রণালয়

মো. ফরিদুল হক খান—ধর্মবিষয়ক মন্ত্রণালয়

মো. জিল্লুল হাকিম—রেলপথ মন্ত্রণালয়

সাবের হোসেন চৌধুরী—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

জাহাঙ্গীর কবির নানক—বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নাজমুল হাসান পাপন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

স্থপতি ইয়াফেস ওসমান—বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

ডা. সামন্ত লাল সেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

নারায়ন চন্দ্র চন্দ—ভূমি মন্ত্রণালয়

আব্দুস সালাম—পরিকল্পনা মন্ত্রণালয়


প্রতিমন্ত্রী হিসেবে কার দায়িত্বে কোন মন্ত্রণালয়:

প্রতিমন্ত্রীরা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেগুলো হলো—

বেগম সিমিন হোসেন (রিমি)—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

নসরুল হামিদ—বিদ্যুৎ বিভাগ

জুনাইদ আহমেদ পলক—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

মোহাম্মদ আলী আরাফাত—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মো. মহিববুর রহমান—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

জাহিদ ফারুক—পানি সম্পদ মন্ত্রণালয়

কুজেন্দ্র লাল ত্রিপুরা—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

রুমানা আলী—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শফিকুর রহমান চৌধুরী—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

আহসানুল ইসলাম টিটু—বাণিজ্য মন্ত্রণালয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft