প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন
বেতন কাটার জন্য বুধবার পুলিশ ধর্মঘটে যাওয়ার পরে দাঙ্গাকারীরা দোকান এবং গাড়িতে আগুন দেয় এবং সুপারমার্কেট লুট করা শুরু করে। অস্থিরতা, ক্রমবর্ধমান খরচ এবং উচ্চ বেকারত্ব নিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে ব্যাপক উত্তেজনা চলছে। দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গতকাল বুধবার সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পুনরায় দ্বায়িত্ব নিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ধারণা করা হচ্ছে জরুরী অবস্থা ১৪ দিন স্থায়ী হতে পারে।
পপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে আজ বৃহস্পতিবার বলেন, "দাঙ্গার স্থানে এক হাজারেরও বেশি সেনা স্ট্যান্ডবাইতে রয়েছে"।
পোর্ট মোরসবি জেনারেল হাসপাতাল কতৃপক্ষ দেশটির রাজধানীতে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, আর পিএনজির দ্বিতীয় বৃহত্তম লাই শহরে আরও সাতজন মারা গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে, পুলিশের অনুপস্থিতি রাজধানীর উপকণ্ঠের লোকজনকে দোকান ভাংচুর ও ব্যাপক ধ্বংসযজ্ঞে উৎসাহিত করেছে।