প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের এ দণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মো. এসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম ও তার স্ত্রী মোসা. লালবানু ওরফে লাইলী।
সহকারী পাবলিক প্রসিকিউটর ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ মার্চ পলশা মিশন বাজারে নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের মো. জসিমকে জোরপ‚র্বক বাস থেকে নামিয়ে গাছের সাথে বেধে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে খাইরুল ইসলাম ও তার স্ত্রী লাইলী। ঘটনার দিন ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন জসিমের বাবা আমির আলী। দীর্ঘ সাক্ষপ্রমাণ গ্রহণ শেষে রায়ে দুইজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেয় আদালত।