বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নির্বাচন যে পরিবেশে হয়েছে, তা দুঃখজনক: অস্ট্রেলিয়া
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সরকার মনে করে, বাংলাদেশে এমন এক পরিবেশে নির্বাচন হয়েছে, যেখানে সব পক্ষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশ নিতে পারেনি- তা দুঃখজনক। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রেক্ষাপটে অস্ট্রেলীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি দিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশে লাখ লাখ ভোটার নির্বাচনের দিন ভোট দিয়েছে উল্লেখ করে বিষয়টিকে স্বাগত জানানো হয়। তবে এতে নির্বাচন নিয়ে হতাশাও প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতা এবং বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের মতো যেসব ঘটনা ঘটেছে, তা নিয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে নিজেদের বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের।

বিবৃতিতে আরও বলা হয়, উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধিশালী ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গড়ে তোলার ব্যাপারে দুই দেশের যে অভিন্ন লক্ষ্য আছে, তা অর্জনে কাজ করতে অস্ট্রেলিয়া বদ্ধপরিকর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft