বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
৩ বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথুজ
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন



জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখের ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলের নেতৃত্বে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাথুজ। ২০২১-এর ৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ম্যাথুজ।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে না থাকা কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভাকেও ফিরিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই দুই ক্রিকেটারের মতো ওয়ানডে সিরিজে ছিলেন না স্পিনার আকিলা ধনঞ্জয়া, পেসার নুয়ান থুসারা এবং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। 

তবে দলের নিয়মিত এই ত্রয়ীকে শর্টার ফরম্যাটের সিরিজে রাখা হয়েছে। এছাড়া আগের অধিনায়ক দাসুন শানাকাকে বাদ দেয়নি এসএলসি, তিনিও আছেন আসন্ন এই সিরিজে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই যুক্তরাষ্ট্র, উইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নামবে শ্রীলঙ্কা। যারা গত বছর মাত্র ৭টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আগামী ১৪, ১৬ এবং ১৮ জানুয়ারি তিনটি ম্যাচ মাঠে গড়াবে।

শ্রীলঙ্কা দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, মাহিশ তিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, আকিলা ধনঞ্জয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft