মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
মুক্তির তারিখ পেছাল ‘দরদ’ সিনেমার
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

এক ভিডিও বার্তায় দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন জানান, আগামী ২ ফেব্রুয়ারি ‘দরদ’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। 

অনন্য মামুন বলেন, বলেছিলাম নির্বাচনের পরে ছবিটির আপডেট জানাব। সেই আপডেট জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছি। আমরা ‘দরদ’-এর একটি বড় প্ল্যান করছি। ইভেন্টের মতো একটি রেজিস্ট্রেশন হবে ছবিটির। যেমন- ফোক ফেস্টে দেখি, বড় ইভেন্টে সবাই রেজিস্ট্রেশন করে। আমরা ৫০ হাজার ‘শাকিবিয়ান’-এর জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দেব। এই রেজিস্ট্রেশন করা ভক্তদের নিয়ে ছবির গান ও ট্রেলার একই দিনে মুক্তি দেব। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি।’

এই নির্মাতা আরও বলেন, ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। একটাই কারণ, আমাকে ছবিটি আরো চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ। আমরা ওই নতুন দর্শকটাই তৈরি করতে চাচ্ছি।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’। এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft