বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বরিশালে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় আহত ৩৮
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন

বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তীতে প্রতিপক্ষের হামলায় ৩৮ জন আহত হয়েছেন। আহতরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা নৌকা প্রতীকের সমর্থক বলে দাবি তাদের। 

আহতরা জানান, কেন্দ্রের সামনে ভোটারদের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন শেষ বিজয় মিছিল বের করার পর প্রতিপক্ষের কর্মী সমর্থকেরা তাদের উপর হামলা করে।

গতকাল বরিশালে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই সময়ের মধ্যে বরিশাল নগরীর রূপাতলী, আমিরাবাদ, সদর উপজেলার চন্দ্রমোহন বাজার, শায়েস্তাবাদ, চন্ডিপুর, কালিজিরা, চরবাড়িয়াসহ বিভিন্ন কেন্দ্রের সামনে বিভিন্ন দলের কর্মী– সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে বিভিন্ন দলের বহু কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ১১ টায় প্রতিপক্ষের হামলায় নৌকা সমর্থকদের দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল সদর ৫ আসনের বিজয়ী কর্ণেল (অব.) জাহিদ ফারুক। 

কর্ণেল (অব.) জাহিদ ফারুক বলেন, 'বরিশালবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি পূর্বে যে কাজ করতে পারিনি, এখন সেগুলো বাস্তবায়ন করবো। শের ই বাংলা মেডিকেল হাসপাতালের বেহাল অবস্থা, এই হাসপাতালকে আধুনিক হাসপাতালে পরিণত করতে চাই। সব মিলিয়ে বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত বরিশাল গড়তে চাই।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft