বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ   
মাঝপথে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁরা নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে তাঁরা ব্যালট পেপারে আগাম সিল মারা, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে মুনতাকিম আশরাফ বলেন, সকাল থেকেই চান্দিনার ৮৯টি ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দেন। ব্যালটে সিল মেরে ভোটারদের হাতে দেন। মিজানুর রহমানও জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ করেন। দুই প্রার্থীই পুনর্নির্বাচনের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যেখানে অভিযোগ পেয়েছি, সেখানেই ব্যবস্থা নিয়েছি।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft