প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁরা নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে তাঁরা ব্যালট পেপারে আগাম সিল মারা, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে মুনতাকিম আশরাফ বলেন, সকাল থেকেই চান্দিনার ৮৯টি ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দেন। ব্যালটে সিল মেরে ভোটারদের হাতে দেন। মিজানুর রহমানও জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ করেন। দুই প্রার্থীই পুনর্নির্বাচনের দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যেখানে অভিযোগ পেয়েছি, সেখানেই ব্যবস্থা নিয়েছি।’