প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
মেহেরপুরে সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থককে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় স্বতন্ত্র প্রার্থী ট্রাকের সর্মথকদের সাথে হাতাহাতিতে বাড়াদী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি খাতুন আহত হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন নৌকার সর্মথক ইউনুস আলী, নিয়ামত আলী ও নজরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো: আবির হোসেন তাদের দন্ডবিধীর ১৮৬০ এর ১৮৮ ধারা ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, কালাইডাঙ্গা কেন্দ্রে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে নৌকার সর্মথকরা বাধা সৃষ্টি করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাকের সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলির স্বামী আলহাজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় নৌকার সমর্থকদের হামলায় বুলবুলি খাতুন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে তিন জন নৌকার সর্মথক কে আটক করা করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আহত বুলবুলিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।