শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নরসিংদীতে নতুন বই পেল ৩১ লাখ ২৬ হাজার ২৭৬ শিক্ষার্থী
নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে বই উৎসবের মাধ্যমে প্রাক্ প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক এর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মাধ্যমে জেলার সকল প্রাক প্রাথমিক ও প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে ১৩ লাখ ২১ হাজার ৮৯৫টি। বেলা ১১টায় পৌরশহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনজিল এ মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।

পরে বেলা ১২টার দিকে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এছাড়া এই জেলার বিভিন্ন উপজেলার মাঝে আজ বিকেলে উৎসব পালন করেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ।  এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর ও  অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া। এতে অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ্ ফকির এর সভাপতিত্বে অভিভাবক প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই উৎসবে মাধ্যমে জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীরা পেল ১৮ লাখ ৪ হাজার ৩৮১টি নতুন বই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft