মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:২৪ অপরাহ্ন

ক্ষমতা ফুরিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। মেষ সময়ে এসে যুদ্ধ পরিস্থিতিতে আরও টালমাটাল পরিবেশ তৈরি করতে চলেছেন তিনি। ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। ফলে রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন। এরপর এবার ব্রিটিশ ভয়ংকর অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে তারা।

বুধবার (২০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ায় প্রথমবারের মতো যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। মার্কিন তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই এ হামলা চালানো হয়েছে।

টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধভিত্তিক অ্যাকাউন্টে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে। অন্তত ১৪টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এগুলোর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার আগে সতর্কবার্তার হুইসেল। এছাড়া ভিডিওতে একটি একটি আবাসিক দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

কুরস্কের স্থানীয়রা জানিয়েছেন, তারাও এ অঞ্চলে ক্ষেপণাস্ত্রের টুকরার সন্ধান পেয়েছেন। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করবে না।

এর আগে যুক্তরাজ্য জানায়, ইউক্রেন নিজেদের ভূখণ্ডের মধ্যে শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু লন্ডন কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ওয়াশিংটনকে চাপ দিয়ে আসছে। ব্রিটিশ তৈরি এ ধরনের ক্ষেপণাস্ত্র ১৬ দশমিক সাত ফুট লম্বা হয়। যার রেঞ্জ ২৫০ কিলোমিটার এবং ওজন এক হাজার ৩০০ কেজি।এটির ওয়্যারহেড অনেকটাই কলমাকৃতির। শত্রুদের নিশানা করে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের মূল প্রায় এক মিলিয়ন ডলার।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূ-খণ্ডে হামলা করেছে ইউক্রেন। স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে এই হামলা হয়। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। ৫টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft