প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওমর বক্স উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে।
ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান, তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নওগাঁ শহরেই বসবাস করতেন। শারীরিক অসুস্থ্যতার কারনে দুই দিনের ছুটিতে ছিলেন ওমর বক্স। গতকাল বুধবার দুপুরে খাবার খেয়ে নওগাঁ বাসা থেকে গ্রামের বাড়ীতে আসেন। গ্রামের বাসায় একমাত্র মা ছাড়া আর কেউ থাকেননা। আজ বৃহস্পতিবার সকালে জানতে পারেন বাসার রুমের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন।
হামিমা জেসমিন জানান, বেশ কিছু দিন হলো হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ্য হয়ে পরেছিলেন। হয়তো এমন মানসিক অসুস্থ্যতার কারনেই আত্মহত্যা করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,ওমর বক্সের আর মাত্র ৯মাসের মতো চাকুরি আছে। এর পর অবসরে যাবেন। তবে চাকুরি থেকে অবসরে গেলে কিভাবে সংসার চলবে এমন মানসিক চাপ এবং পারিবারিকভাবে ছোটখাটো কিছু কলহের কারনে সে আত্মহত্যা করে থাকতে পারেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।