মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার    ইসকন নেতাকে গ্রেফতরের প্রতিবাদে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির     সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘বিকল্প তহবিল’ আসছে    সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস   
ঈশ্বরগঞ্জে চুরি ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের হোসেন আলীর পুত্র নয়ন মিয়া ওরফে রঙ্গু (৪০) কে আঠারবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি মামলাসহ আরো আটটি মামলা রয়েছে। এছাড়াও এসআই আশরাফ আলীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়ার পুত্র ইয়াছিন ইকবাল (২৪) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও চুরি মামলাসহ আরো সাতটি মামলা রয়েছে।

অপরদিকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই লিটন হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র মাসুদ মিয়া  (২৬) কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলায় দুইজন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft