প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি হাটে স্থাপিত হাত ধোয়ার বেসিনের দেয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) এবং সজিব সেখের দেড় বছর বয়সী মেয়ে সুমি খাতুন। আহত শিশু দুটি হলো একই গ্রামের মেনহাজের দুই বছর বয়সী ছেলে আবির হোসেন ও সামিদুল ইসলামের সমবয়সী মেয়ে সানজিদা খাতুন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, করোনাভাইরাস সংক্রমণের সময় হাত ধোয়ার সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শালুয়াভিটা হাটে একটি বেসিন নির্মাণ করে। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রোববার বিকেলে চার শিশু ওই বেসিনের ওপর উঠে খেলছিল। এ সময় হঠাৎ বেসিনের দেয়াল ধসে পড়ে শিশুরা এর নিচে চাপা পড়ে।
স্থানীয় লোকজন আহত শিশুদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রায়হান হোসেন ও সুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। তিনি জানান, নিহত দুই শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা এবং আহত দুই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জ/উ