দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় খুলনা নেভি এ্যাংকরেজ স্কুল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৫:২০ পিএম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে খুলনা নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে। ইংরেজি রচনা প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া তাসনিম তৃতীয় স্থান অর্জন করেন।

এদিকে খুলনা নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করায় নৌবাহিনীর প্রধান ও স্কুল পরিচালনা পরর্ষদের সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল) প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন : সরকারি স্থাপনায় নির্বাচনী অফিস, হাতপাখা প্রতীকের প্রার্থীকে জরিমানা

জানা যায়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী খুলনা নেভি এ্যাংকরেজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাঈলাত তাসনিম জামান এবং তাৎক্ষণিক অভিনয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জায়ান খান (ক বিভাগ) নির্বাচিত হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব ই-জামান।

উল্লেখ্য, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ক্যাটাগরিতে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রথম ও কুমিল্লা জিলা স্কুল দ্বিতীয় স্থান অর্জন করে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft