সরকারি স্থাপনায় নির্বাচনী অফিস, হাতপাখা প্রতীকের প্রার্থীকে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানার আদেশ দেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

প্রশাসন সূত্রে জানা গেছে, ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা পরিষদের মালিকানাধীন একটি মার্কেটে নির্বাচনী অফিস স্থাপন করে প্রচারণা চালান হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগর। এই তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা ধার্য করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো রাজিব হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft