প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানার আদেশ দেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা পরিষদের মালিকানাধীন একটি মার্কেটে নির্বাচনী অফিস স্থাপন করে প্রচারণা চালান হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগর। এই তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা ধার্য করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো রাজিব হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জ/দি