প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে গত শনিবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক জবাবদিহির নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু ও আল-হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন।
প্রেসক্লাব নালিতাবাড়ীর দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, দৈনিক যায়যায়দিনের নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, মোহনা টেলিভিশনের নকলা প্রতিনিধি আল আমিন, দৈনিক রুপালী বাংলাদেশের নালিতাবাড়ী প্রতিনিধি সানী ইসলাম, দৈনিক খোলা কাগজের নালিতাবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, দৈনিক জনবানীর নালিতাবাড়ী প্রতিনিধি সারোয়ার হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা বিগত দিনে দৈনিক জবাবদিহি পত্রিকায় প্রকাশিত ভালো ভালো সংবাদের প্রশংসা করেন। দৈনিক জবাবদিহি ও এর প্রতিনিধির সুন্দর আগামীর জন্য শুভকামনা জানান বক্তারা।
অনুষ্ঠানে শেরপুর ফরহাদ প্রযুক্তি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন, টিআইবির অফিস সহকারী ইয়াসিন আলী, নালিতাবাড়ী পৌরসভার স্টাফ মাইনুল হাসান, দৈনিক দেশেরপত্রের নালিতাবাড়ী প্রতিনিধি দৌলত হোসাইন, দৈনিক খবর পত্রের নালিতাবাড়ী প্রতিনিধি আল আমিন, দৈনিক আলোকিত প্রতিদিনের নকলা প্রতিনিধি নূর হোসেন, দৈনিক অধিকরণের নকলা প্রতিনিধি ফজলে রাব্বি রাজন, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, দৈনিক সবুজ বাংলাদেশের নালিতাবাড়ী প্রতিনিধি জায়েদ মাহমুদ রিজন, নকলার সংবাদ প্রতিদিনের হাসান মিয়া ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।