প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৮:৪৭ পিএম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার সদর উপজেলা শাখার ২০২৬-২৭ এর নবগঠিত কমিটির ২১ সদস্য বিশিষ্ট করে কক্সবাজার জেলা থেকে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর সভাপতি আব্দুল আলীম নোবেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল এর স্বাক্ষরিত প্যাডে বিজ্ঞপ্তিতে সদর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে, সিরাজুল ইসলাম আজাদ- সভাপতি (দৈনিক জবাবাদিহি) ও সাধারণ সম্পাদক ছৈয়দুল আমিন (দৈনিক গণসংযোগ ও এসটিএন এর বার্তা প্রধান), ওমর ফারুক সোহাগ- সহ সভাপতি (দৈনিক আপন কন্ঠ), আরফাত সিকদার- যুগ্ম সাধারণ সম্পাদক, (চ্যানেল A-1), নুরুল আবছার- সাংগঠনিক সম্পাদক (চ্যানেল এস), মোহাম্মদ ফরহাদ- সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক দেশবিদেশ) স্টাফ রিপোর্টার, রুমানা আক্তার- নারী বিষয়ক সম্পাদক (দৈনিক গণসংযোগ), জামশেদ- অর্থ সম্পাদক (দৈনিক গণসংযোগ), হুমায়ুন কবির- সদস্য (কক্সবাজার বুলেটিন), কামাল হোছন আবু- সদস্য (কক্সবাজার কন্ঠ) নুরুন নবী- সদস্য (এসটিএন নিউজ), জসিম উদ্দিন- সদস্য
(দৈনিক মুক্ত খবর), স্বপন দে- সদস্য (দৈনিক আপন কন্ঠ), ওমর ফারুক- সদস্য (দৈনিক ঘোষণা)।
উক্ত কমিটিকে জেলা কমিটি কতৃক অনুমোদন দেওয়া হয়েছে।