বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আরোপিত নিষেধাজ্ঞা শেষ হতেই নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে জামনগর ইউনিয়নে গণমিছিল ও পথসভা করেছে দলটি।

“জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মাণ”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে জামনগর বাজার থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি বাক্কার মোড় হয়ে চৌধুরীপাড়া প্রদক্ষিণ করে মাগরিবের আগমুহূর্তে জামনগর বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। জামনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সেক্রেটারি মো. আব্দুর সবুর বুলবলের সঞ্চালনায় এবং মো. শাজাহান আলী সেন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানা জামায়াতের নায়েবে আমির মো.আনোয়ার হোসেন মুজাহিদ,সেক্রেটারি জাকির হোসেন।

আরও পড়ুন : পঞ্চগড়-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমনকে বিএনপি থেকে বহিষ্কার

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ লাবু, জামনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. তারিকুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন এবং দলীয় প্রতিক দাঁড়িপাল্লা  প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft