রায় বিপক্ষে গেলে ক্যাম্পাস অচল করার ঘোষণা প্রার্থীদের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৭:২৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ‘ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শিবির প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুইজন প্রার্থী ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট করেন। এর ফলে প্রায় নয় হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত শিক্ষার্থীদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। অন্যথায় ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেননি তাপস, বিএনপির প্রার্থীর জন্য চ্যালেঞ্জ

শিবির সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে প্রচারণা চালিয়েছে। অনেকে টিউশনের টাকা খরচ করেছে, কেউবা ঋণ করে নির্বাচনী প্রচার চালিয়েছে। ভোটের মাত্র দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর জবাব শিক্ষার্থীরাই দেবে বলে মন্তব্য করেন তিনি।

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২১ দিনের মধ্যে অন্য নির্বাচন আয়োজনের বিধিনিষেধ থাকলেও শাকসু নির্বাচনকে সে বাধ্যবাধকতার বাইরে রাখার দাবি জানান তারা। তিনি বলেন, শাকসু নির্বাচনের তফশিল অনেক আগেই ঘোষণা করা হয়েছে। তাই যেকোনো মূল্যে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। কোনো চাপ বা পেশিশক্তি মেনে নেওয়া হবে না।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft