প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ এএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের আরসিসি রাস্তার উন্নয়ন কাজ চলছে। সরেজমিনে ঘুরে দেখা যায় হাদারপার হইতে দমদমা পর্যন্ত আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই কাজ চলছে। রাস্তাটি হয়ে গেলে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে।
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটনকরা যেতে পারবে জিরো পয়েন্ট পর্যন্ত খুব সহজে। রাস্তার মধ্যখানে বিভিন্ন জাতের ৩০/ ৪০ টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ থমকে যায়। দ্রুত রাস্তার কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্টান।
স্থানীয় সমাজসেবক মোঃ কামাল হোসেন বলেন,এক বছর যাবৎ রাস্তার মধ্যখানে গাছগুলো রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান কিন্তু গাছ কাটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে।
এবিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন রাস্তার মধ্যখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। রাস্তার মধ্যখানের গাছের জন্য ঠমকে আছে রাস্তার কাজ। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। আশা করি বনবিভাগ খুব দ্রুত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ চিঠি পেয়েছে গাছগুলো কাটার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি