কাপাসিয়ায় মাহিম নামে এক কিশোর নিখোঁজ: সন্ধানে মায়ের আকুতি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম

গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকা থেকে মাহিম শেখ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে কাপাসিয়া বাজারের পাবুর রোড এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মাছুমা আক্তার কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৩৬) করেছেন। নিখোঁজ মাহিম শেখ কাপাসিয়া ইউনিয়নের বড়জোনা গ্রামের আকরাম হোসেনের ছেলে। তার শারীরিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের হুডি ও কালো প্যান্ট।

আরও পড়ুন : গোয়াইনঘাটে গাছের জন্য আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

জানা যায়, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে কাপাসিয়া বাজারের পাবুর রোড এলাকা থেকে মাহিম নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা মা মাছুমা আক্তার গত ১৪ জানুয়ারি কাপাসিয়া থানায় হাজির হয়ে এই সাধারণ ডায়েরিটি করেন।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ কিশোরের সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) ফেনসী বিশ্বাস জুয়েলকে। যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে: মোবাইল নং ০১৭৭৯৪৭২৯৮৬ (মাছুমা আক্তার) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft