প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম

কোটালীপাড়া উপজেলায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে সৌদি প্রবাসী কাশেম আলী মোল্লা (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ নিহতের তথ্য জানিয়েছেন। নিহত সৌদি প্রবাসী কাশেম মোল্লা আশুতিয়া গ্রামের রাজ্জাক আলী মোল্লার ছেলে।
নিহতের বড় ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে কাশেম মোল্যা সৌদি আরব থেকে বাড়ি আসে। আজ সকালে শখের বসে বড় ভাইয়ের ইজিবাইক নিয়ে চালাতে যায়। ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকার একটি পরিত্যক্ত দোকান থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
ওই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়রা সকালে পরিত্যক্ত দোকানে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র শীতের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।