আল্লাহর সাক্ষাতের প্রস্তুতি নিতে হবে যেভাবে
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম

মানুষের জীবন থেমে থাকে না। জন্মের পর থেকে প্রতিটি মানুষ এগিয়ে চলে এক অনিবার্য গন্তব্যের দিকে। সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, হাসি-কান্না-সবকিছু মিলিয়ে জীবন যেন এক নিরবচ্ছিন্ন সংগ্রাম; কিন্তু এই ছুটে চলার শেষ কোথায়? কুরআন আমাদের জানিয়ে দেয়- এই পরিশ্রমের শেষ গন্তব্য হলো রবের সাক্ষাৎ। মানুষ চাইলেও এ সাক্ষাৎ এড়াতে পারে না; বরং প্রতিটি নিঃশ্বাস তাকে সেই সাক্ষাতের আরও কাছাকাছি নিয়ে যায়।

আয়াতের ঘোষণা : রবের দিকে অবশ্যম্ভাবী যাত্রা

আল্লাহ তাআলা বলেন-

يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

‘হে মানুষ! নিশ্চয়ই তুমি তোমার রবের দিকে পৌঁছতে কঠোর পরিশ্রমে রত থাকবে; অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে।’ (সুরা আল-ইনশিকাক: আয়াত ৬)

এই আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে সম্বোধন করেছেন। এখানে ‘কাদহ’ (كَدْحًا) শব্দটি গভীর অর্থ বহন করে- যার অর্থ হলো ক্লান্তিকর চেষ্টা, অবিরাম সংগ্রাম। অর্থাৎ মানুষের পুরো জীবনই এক ধরনের পরিশ্রম, যা শেষ পর্যন্ত তাকে আল্লাহর সামনে দাঁড় করাবে।

রবের সাক্ষাৎ : অবিশ্বাসী ও বিশ্বাসীর পরিণতি ভিন্ন

রবের সাক্ষাৎ সবার জন্য অবধারিত হলেও এর ফলাফল সবার জন্য এক নয়। যারা ঈমান ও নেক আমলের জীবন যাপন করে, তাদের জন্য এ সাক্ষাৎ হবে শান্তি ও সম্মানের। আর যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের জন্য তা হবে ভয়াবহ হিসাবের দিন। আল্লাহ তাআলা বলেন-

مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ

‘যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা রাখে-নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত সময় অবশ্যই আসবে।’ (সুরা আল-আনকাবুত: আয়াত ৫)

রবের সাক্ষাৎ কোনো কল্পনা নয়; বরং নিশ্চিত সত্য। এ আয়াতই মুমিনদের জন্য সেই সান্ত্বনা।

হাদিসের আলোকে রবের সাক্ষাৎ

নবীজি (সা.)-এর হাদিস আমাদের অন্তরের অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার মোহে আচ্ছন্ন হৃদয় আল্লাহর সাক্ষাৎ ভয় পায়, আর ঈমানদার হৃদয় তা কামনা করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ

‘যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।’ (বুখারি ৬৫০৭)

রবের সাক্ষাতের প্রস্তুতি কীভাবে হবে?

কুরআন আমাদের জানিয়ে দেয়-রবের সাক্ষাতের প্রস্তুতি হলো ঈমান ও সৎকর্ম। আল্লাহ তাআলা বলেন-

فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

‘যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।’ (সুরা আল-কাহফ: আয়াত ১১০)

এই আয়াত রবের সাক্ষাতের বিষয়টি সুস্পষ্ট করে দেয় যে, নেক আমল ও খাঁটি তাওহিদই হলো সেই পাথেয়, যা মানুষকে রবের সম্মানজনক সাক্ষাতে পৌঁছে দেয়।

দুনিয়ার পরিশ্রম, আখিরাতের হিসাব

মানুষ দুনিয়ায় যত কষ্টই করুক, যত পরিশ্রমই করুক- আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সব কিছুর হিসাব দিতে হবে। এই প্রত্যাবর্তনের বিশ্বাসই একজন মুমিনকে গুনাহ থেকে দূরে রাখে এবং নেকির পথে অবিচল রাখে। আল্লাহ তাআলা বলেন-

ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ

‘অতঃপর তোমাদের সবাইকে তোমাদের রবের কাছেই ফিরিয়ে নেওয়া হবে।’ (সুরা আল-আনআম: আয়াত ৬০)

মানুষের জীবন কোনো লক্ষ্যহীন দৌড় নয়। প্রতিটি কষ্ট, প্রতিটি চেষ্টা, প্রতিটি নিঃশ্বাস তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নিশ্চিত সাক্ষাতের দিকে-রবের সাক্ষাৎ। এই সাক্ষাৎ হবে কারও জন্য পুরস্কারের দিন, আবার কারও জন্য অনুশোচনার দিন। তাই বুদ্ধিমান সে-ই, যে দুনিয়ার এই কঠোর পরিশ্রমকে আখিরাতের সফলতার পাথেয় বানায়।

আসুন আমরা এমনভাবে জীবন গড়ে তুলি- যাতে রবের সামনে দাঁড়াতে লজ্জিত না হতে হয়; বরং প্রশান্ত হৃদয়ে বলতে পারি, হে রব! আমরা তোমার দিকেই ফিরে আসছি। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টিময় সাক্ষাতের যোগ্য বানান। আমিন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft