জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিপত্রে যুক্ত হচ্ছে নির্বাচন-গণভোটের লোগো
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৯:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক চিঠিপত্রে নির্বাচন ও গণভোটসংক্রান্ত বিশেষ লোগো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটাধিকার ও নাগরিক দায়িত্বের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক পত্রে নির্দিষ্ট লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন– দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লোগোটি বিশ্ববিদ্যালয়ের চিঠিপত্রের ওপরের ডান পাশে ব্যবহার করতে হবে। এই নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সব ডিন, দপ্তর প্রধান, আঞ্চলিক কেন্দ্র প্রধান ও বিভাগীয় প্রধানের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুন : আজ দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু হচ্ছে, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আদেশটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের প্রশাসনিক ও একাডেমিক ইউনিটকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কার্যার্থে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও।

এর আগে গত ১১ জানুয়ারি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্র ইত্যাদি) ‘গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ লোগোটি ব্যবহার করতে হবে। একই সঙ্গে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft