‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৭:৪৬ পিএম

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার অবসর জীবন কাটানোর জন্য প্রায় ৫০০ কোটি টাকায় নির্মিত বিলাসবহুল ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করতে যাচ্ছেন। 

পর্তুগালের কাসকাইসের কুইন্তা দা মারিনিয়া এলাকায় অবস্থিত এই প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে রয়েছে আটটি শয়নকক্ষ, ইনফিনিটি সুইমিং পুল, আন্ডারগ্রাউন্ড কার পার্কিং, জিম, ম্যাসাজ রুম, ব্যক্তিগত সৈকত এবং রোনালদোর পাঁচ সন্তানের খেলার মাঠ।

সোনার ট্যাপ, ইতালিয়ান মার্বেল এবং বিশেষভাবে নকশা করা লুই ভিটনের মুরাল দিয়ে সাজানো এই বাড়িটি ২০২২ সালের সেপ্টেম্বরে ৩ কোটি পাউন্ড (প্রায় ৪৯৫ কোটি টাকা) খরচে কেনা হয়েছিল।

আরও পড়ুন : বিসিবি ও আইসিসি ভার্চুয়াল সভা, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আয়োজনের জন্য এই ভিলাটি ব্যবহার করা হতে পারে, তবে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবেন না বলে জানা গেছে।

রোনালদো ‘পর্তুগিজ রিভিয়েরা’ অঞ্চলের ব্যক্তিগত গোপনীয়তার অভাব এবং পাশের জমি কেনার ব্যর্থতার কারণে এই বিলাসবহুল প্রাসাদটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিয়ের অনুষ্ঠান এখানেই হতে পারে।

রোনালদোর সম্পত্তির মধ্যে রয়েছে লিসবনে ৬ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি পেন্টহাউস, মাদেইরায় জন্মভূমিতে একটি বাড়ি, মাদ্রিদে একটি প্রাসাদ এবং তুরিনে একটি বিলাসবহুল বাড়ি।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft