আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম

নওগাঁর রাণীনগর থানার উত্তর পাশে বগুড়ার আদমদীঘি থানার সীমান্ত রেখার জঙ্গলের পাশে এক ডোবা থেকে আজ্ঞাতনামা ২৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,  শনিবার বিকেল ৫টায় রাণীনগর সান্তাহার সড়কের রাণীনগর স্টেশনের অদূরে মাছের আড়ৎতের পশ্চিম পাশে জঙ্গলের ধারে একটি ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির ভাসমান লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ আব্দুল লতিফের নের্তৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলটি রাণীনগর থানার সীমান্তরেখা আদমদীঘি থানার হওয়ার কারণে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানাকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারসহ নাম ঠিকানা সনাক্তের চেষ্টা করে।

আরও পড়ুন : ছাতকে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

রাণীনগর পাশ্ববর্তী  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগে এই ডোবাতে ফেলা হয়েছে। মাথায় গামছা পেঁচানো ছিলো। লাশ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ঠিকানা সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft