বেনাপোলে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ৩:৫৮ পিএম

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ সাকিব হাসান (২৮) নামের এক যুবককে আটক করেছে  খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। আজ রবিবার (১১ জানুয়ারি) খুব ভোরে তাকে পোর্ট থানা রঘুনাথপুর পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। আটক সাকিব পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন  জানান, গোপন সংবাদে রঘুনাথপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সাকিব হাসান নামে এক যুবকের বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ তাকে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। পরে র‍্যাব  আটক যুবককে পোর্ট থানায় সোর্পদ করেছে।  তার বিরুদ্ধে অস্ত্র-আইনে  মামলা হয়েছে। আজ তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে জানান ওসি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft