ছাতকে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম

সুনামগঞ্জের ছাতকে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করেছে ছমরু মিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট। গতকাল শনিবার ১০ জানুয়ারি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরিক্ষায় উত্তির্ন ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে এ সনদ ও অর্থ বিতরণ করা হয়।

মাস্টার মাফিজ আলীর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত মেধা বৃত্তি পরিক্ষায় উত্তির্ন সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব আজহার আলী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আসকর আলী, সাবেক প্রধান শিক্ষক ও ট্রাস্টের সাধারণ সম্পাদক শংকর শেখর দত্ত, ট্রাস্টের সদস্য এনামুল হক রুবেল, আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সায়দুল ইসলাম, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সদস্যবৃন্দ।

আরও পড়ুন : কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট পেয়েছে, বাউভোগলী সরকারি প্রাঃ বিদ্যালয়, শিক্ষার্থী উর্মি দাস,জালালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা মেহরীন, শিবনগর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান, শ্যামনগর সরকারি প্রাঃ বিদ্যালয় শিক্ষার্থী প্রতিভা দত্ত, গোবিন্দগঞ্জ সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার,গন্ধবপুর সরকারি প্রাঃবিদ্যালয়ের শিক্ষার্থী আফছানা আশিক, মাধবপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা জান্নাত, বাগবাড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী সুরেশ সিংহ, তাজওয়ার ইহসান,আবু সাদমাম ও মোঃ আলিফ, কৈতক সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া জাহান, জাউয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা জান্নাত,পালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী হামিদা ছাইদ, ধনপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিছা আনজুম, চেচান সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা সিদ্দিকা, আলমপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া বেগম, আলমপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিদুর রহমান, বারকাহন সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার আবু বকর, বারকাহন সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ আলম, সেওতরচর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী হামিম আল ওয়াসি, সানরাইজ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জাহরা আবেদীন ও আব্দুল আজিজ,মুল্লাআতা সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, কটালপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী সুলতান আহমদ, রাধানগর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী বোরহান উদ্দিন, রাধানগর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন মাহমুদ, গোবিন্দগঞ্জ সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মোরছালিন ইসলাম, উজিরপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেহা জান্নাত, গন্ধর্বপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মোনায়েম খান, মাধবপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া জান্নাত, নোয়ারাই সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফা জান্নাত, কুমনা সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতি ঘোষ, মন্ডলীভোগ সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বীকৃতি দাস ও কাব্য দাস, খিদ্রাকাপন সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ হাসান, কৈতক সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী আলী ইসহাক, জাহিদ পুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিহা আঞ্জুম, জাহিদ পুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাইম আহমদ, ধনপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী আফসান আহমদ, চেচান সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছিন আহমদ, ভুইগাও সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ মুনতাসিম, নোয়াগাও সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়া আক্তার, আলমপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী, তানিসা ইসলাম, বারকাহন সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহেলা বেগম, কাড়ইলগাঁও সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রব্বানী, সদুখালী সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী বায়োজিদ আহমদ, দিঘলী সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা জান্নাত ও অনামিকা, আনুজানী সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা আক্তার, কামারখাল সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিয়ান আরহাম।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft