নানা আয়োজনে বাকেরগঞ্জে সমাজ সেবা দিবস উদযাপন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

৩ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

আরও পড়ুন : বাকেরগঞ্জে বিএনপি, জামায়াত ও গণঅধিকারসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ফিরোজ বলেন, সরকার পরিচালিত সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নসহ নানা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক এবং সমাজসেবা কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

আলোচনা সভা ও র‍্যালি শেষে উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft