ঝিনাইদহে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি পুরাতন ব্রিজের রেলিং ভেঙে ডালবোঝাই ট্রাক কুমার নদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত দু'জন পাবনা সদর উপজেলার জেলার আবুল কালাম শেখের ছেলে সোহেল শেখ ও অপর জন জাফর হোসেনের ছেলে মুবারক হোসেন।

আরও পড়ুন: সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে পাবনার উদ্দেশ্যে ডালবোঝাই একটি ট্রাক রাতের আঁধারে বড়দাহ পুরাতন ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ট্রাকটি সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহত দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft