প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাটোরের গুরুদাসপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গুরুদাসপুর পৌর যুবদলের আয়োজনে পৌর যুবদলের অস্থায়ী কার্যালয় সামনের চাতালে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মৃতিচরণ করে আলোচনা করেন নাটোর জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর যুবদলের আহবায়ক ওমর আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসান প্রমুখ।
এসময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাতের বিশেষ দোয়া করেন।
জ/দি