নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ খবিরুল ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার লক্ষ্য ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তবে আমার মূল লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলাকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা। আত্রাইয়ের আপামর জনগণের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণ ও একটি উন্নত জীবন নিশ্চিত করাই আমার প্রধান উদ্দেশ্য।
নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম তার অগ্রাধিকারগুলো উল্লেখ করে তিনি বলেন, যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে আমি আত্রাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো। বিশেষ করে, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে মোঃ খবিরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে এবং উন্নয়নের পথে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন। আত্রাইয়ের সার্বিক উন্নয়ন এবং জনগণের সঠিক তথ্য নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আশা করি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে এবং একটি উন্নত আত্রাই গড়ার এই যাত্রায় আমাদের পাশে থাকবেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, আত্রাই ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন টগর।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কার্যিনর্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক, আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়, সাংবাদিক রিমা খাতুন, আহসান হাবিব, পারভেজ গাদ্দাফী, মুজাক্কির খীর প্রমুখ। মতবিনিময় সভা শেষে মোঃ খবিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আত্রাইয়ের জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।