জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মকরত আছেন। তিনি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জননী। 

আরও পড়ুন : নেত্রকোণায় নৌকার ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে একজনের প্রাণহানি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেইসাথে, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft