পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন ও তার ভাই-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম

হত্যা মামলায় কারাবন্দি পটুয়াখালী পৌরসভার আলোচিত সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার বড় ভাই প্রথম শ্রেনীর ঠিকাদার আবুল কালাম আজাদসহ তাদের স্ত্রীদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৩৯ কোটি ৭৫লাখ ৭৫ হাজার ৫৩৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমানিত হওয়ায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। 

মামলায়ে বাদী উল্লেখ করেন, সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ সরকারী কর্মচারী হয়েও জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি একাত্তর লক্ষ ৫৪ হাজার দুইশত ৩৬ টাকা ভোগ দখলে রাখা এবং তার স্ত্রী গৃহিনী মারজিয়া আখতার সুমা দুই কোটি ১৩ লক্ষ ত্রিশ হাজার ৪৬০ টাকার সম্পদ ভোগ দখলে তার স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতা করার বিষয়ে প্রমানিত হওয়ায় দুদক আইনে তাদের দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : বরগুনার তালতলীতে ইয়াবাসহ আটক ২

অপরদিকে মহিউদ্দিনের বড় ভাই প্রথম শ্রেনীর বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২৬ কোটি ৯১ লক্ষ ৭২ হাজার ৬০৫ টাকার সম্পত্তি ভোগ দখলে রাখা এবং তার স্ত্রী গৃহিনী আকলিমা বেগম রুমা এক কোটি ৯৯ লক্ষ ১৮ হাজার ২৩৭ টাকার সম্পত্তি ভোগ দখলে রেখে তার স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতা করার বিষয়ে প্রমানিত হওয়ায় দুদক আইনে তাদের দুইজনের বিরুদহেও আরেকটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদী পটুয়াখালী দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এ অপরাধের সাথে আরো কারোর সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খুজে দেখা হচ্ছে।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft